Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

।। শুভেন্দুর সাথেই আছে হার্মাদেরাঃকুনাল ঘোষ ।।

হার্মাদ মুক্ত দিবস পালন করার নৈতিক অধিকার হারিয়েছে শুভেন্দু অধিকারী।কারন তার বিজেপিতেই নাম লিখিয়েছে সিপিএমের সেই হার্মাদেরা।এখন শুভেন্দুর সভায় দেখা যায় হার্মাদদের।এই ভাষাতেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমন করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।


হার্মাদ মুক্ত দিবস উদযাপনে তৃনমূলের এই সভায় কুনাল ঘোষ ছাড়াও রাজ্য সরকারের কারা মন্ত্রী অখিল গিরি,তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দাস,যুব তৃনমূলের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্য নেতৃত্বরা।

কুনাল ঘোষ বলেন নন্দীগ্রাম মানুষের ক্ষোভ যারা হামলা করেছিল তাঁরা শুভেন্দুর হাত ধরে এলাকায় ঢুকতে চাইছে, ও কি হার্মাদ মুক্ত দিবস পালন করবে বিজেপিতেই আশ্রয় নিয়েছে হার্মাদরা। নন্দীগ্রাম খেজুরির সেই হার্মাদরা তাদের একটা বড় অংশ বিজেপিতে গিয়েছে। এবং তাদের সঙ্গে নিয়ে বিজেপির নেতারা কেন্দ্রীয় বাহিনীর মড়কে ঢুকছে, অভিযোগ আসছে শুভেন্দু অধিকারীর কনভয়ে করে বোমা নিয়ে এলাকায় দেওয়া হচ্ছে,ওর কনভয়ের তল্লাশি চাই এমনাই দাবি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের।


গত ২০১০ সালের ২৪ নভেম্বর মাসে খেজুরীতে হার্মাদ মুক্ত অভিযান চালায় তৃনমূল।তারপর থেকেই এই দিনটি পালন করছে তৃনমূল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read