Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাঙ্ক ম্যানেজারের মোবাইল সীম ক্লোন করে অ্যাকাউন্ট ফাঁকা করলো প্রতারকেরা।

খোদ ব্যাঙ্ক ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লক্ষ টাকা হাপিস করে দিলো সাইবার প্রতারকেরা।পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এক বেসরকারী ব্যাঙ্কের ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে সিম ক্লোন করে জালিয়াতি করেছে প্রতারকেরা

প্রতারিত হয়ে তমলুক থানার দ্বারস্থ হয়েছেন তমলুকের একটি বেসরকারি ব্যাংকের ওই ম্যানেজার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুর এলাকার বাসিন্দা শচীন লক্ষণ রাউত। বর্তমানে তিনি তমলুকের পাদুমবসান এলাকার একটি বেসরকারি ব্যাংকের তমলুক শাখায় রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। সেই সূত্রেই বিগত প্রায় ৬ বছর থেকে তিনি তমলুকেরই অস্থায়ী বাসিন্দা।

গত ১৯ তারিখ বিকেলে তাঁর মোবাইলে এক অজ্ঞাত পরিচয় নম্বর থেকে ফোন আসে। তারপরেই তার দুটি ক্রেডিট কার্ডের থেকে ৯৯৫০০ ও ৯০ হাজার করে মোট দু দফায় ১ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা গায়েব হয়ে যায়। স্বাভাবিক কারণে এমন কাণ্ডে বেশ খানিকটা হতভম্ব হয়ে যান ওই ব্যাংকের ম্যানেজার। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন খোদ এই ব্যাঙ্ক কর্মীও

ekhansangbad
Author: ekhansangbad

Related News