Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁথি শিশুমহলে শিক্ষক দিবস ।

প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাঁথি শিশুমহলে বিগত বছরগুলির মতো এ বছরও শিক্ষক দিবস উদযাপিত হল। সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান ও ‘গুরু বন্দনা’ সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, শিশুমহলের সহ-সভাপতি নিশীথ রঞ্জন মাইতি, ছবিগিরি,ভাগ্যধর বেরা, অঞ্জন দাস,যূথিকা মণ্ডল প্রমুখ।

সম্পাদক নটেন্দ্রনাথ মাঝির স্বাগত ভাষণের পর শিশুমহলের কচি-কাঁচারা তাদের প্রিয় প্রশিক্ষক-প্রশিক্ষিকাদের চন্দনের তিলক দিয়ে উত্তরীয় পরিয়ে স্মারক উপহার দিয়ে সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি সহ হরিশ্চন্দ্র দাস দেব কুমার দাস, দীপক রক্ষিত, প্রমথেশ মণ্ডল, মহুয়া পণ্ডা, বেলাল উদ্দিন, দিব্যেন্দু ভূঞ্যা, সুনীতা দে সাঁতরা, সীতেশ পণ্ডা, পাপিয়া বর্মন, শুচিস্মিতা দাস, সুমতি বর্মন, দেবাঞ্জলি মাইতি, আরাত্রিকা মণ্ডলকে শ্রদ্ধা জানায়। উপস্থিত বক্তাগণ দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। ক্ষুদে শিল্পীরা সংগীত, আবৃত্তি, নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটিকে জমজমাট করে তোলে। সমবেত অভিভাবক- অভিভাবিকা সহ সকলকে স্মারক উপহার দিয়ে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি এবং প্রাক্তনী প্রশিক্ষক প্রমথেশ মণ্ডল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read