Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুধ বিক্রির টাকা না দেওয়ায় বিক্ষোভ দেখালো এলাকাবাসী।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কানপুর গ্রামে কানপুর মিল্ক প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান নামে স্থালীয় একটি সংস্থার মাধ্যমে কয়েকজন ব‍্যক্তি গ্রামবাসীদের থেকে দুধ সংগ্রহ করে আমুল কোম্পানিকে সাপ্লাই করে।

এলাকাবাসীদের অভিযোগ তারা এই সংস্থার কথা মতো গবাদিপশুর প্রতিপালন করে সংস্থাকে দুধ সরবরাহ করলেও সঠিক মুল‍্য দেওয়া হচ্ছেনা।এর উপর দীর্ঘদিন ধরে টাকা বকেয়া রয়েছে তাদের।

অভিযোগ টাকার জন্যে চাপ দিতেই শনিবার থেকে দুধনেওয়া বন্ধ করেদেয় ওই কোম্পানি। অসহায় হয়ে দুধের ড্রাম নিয়ে তারা পথ অবরোধ করে ও ওই প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

পরে দুগ্ধবহনকারি গাড়ি ও ওই সংস্থার পরিচালন কমিটির দুজন সদস্য কে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসিরা।রবিবার বিকেল ৩ টা থেকে রাত্রি ১০ টা পযর্ন্ত বিক্ষোভ চললেও ওই কোম্পানির কর্তৃপিকড ঘটনা স্থলে আসেননি।

অবশেষে রাত্রি ১০ টার সময় পটাশপুর থানা পুলিশ এসে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read