Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাবসায়িক জগতে এক উল্লেখযোগ্য নাম ” ইম্প্রেশন ” ।

ইন্দ্রজিৎ আইচ :- ফায়ার ডিটেকশন, ফায়ার প্রটেকশন, সিসিটিভি, অ্যাকসেস কন্ট্রোল, বিএমএস, গ্যাস সাপ্রেশন, ভেসদা, ডাব্লুএলডি, রোডেন্ট সিস্টেমস, বুম ব্যারিয়র নিয়ে এই মুহূর্তে দক্ষতার সাথে কাজ করে চলেছে বাঙালী সংস্থা ‘ইম্প্রেশন’।
দক্ষতার পুরস্কার রূপে এরই মধ্যে ভারতীয় রেল থেকে মাল সরবরাহের বরাত পেয়েছে ‘ইম্প্রেশন’।
২০০০ সালে বাঙালি উদ্যোগপতি রূপে সুরক্ষা সম্পর্কিত পরিষেবার জগতে প্রবেশ করেন ‘ইম্প্রেশন’ কর্ণধার প্রবীরকুমার দলুই। যদিও ‘ইম্প্রেশন’-এর পথচলা শুরু হয়েছিল ১৯৯৬ সালে।
ব্যবসায়িক জগতে প্রতিপত্তি বিস্তারের ক্ষেত্রে নানান সময় এই সংস্থা পাশে পেয়েছে আইটিসি, হানিওয়েল, জনসন কন্ট্রোল, সিমেন্স, এল অ্যাণ্ড টি-র মতো বহুজাতিক ব্যবসায়িক সংস্থাকে।
এদেরই সার্বিক সহযোগিতা নিয়ে জগৎ বিখ্যাত পুরীর মন্দিরের সিসিটিভি ক্যামেরা লাগানো সহ পশ্চিমবঙ্গের অভিষিক্তা ২, রাজারহাটের কর্ণাটক ব্যাঙ্ক সহ ভিন রাজ্যেও একাধিক কাজ করার সৌভাগ্য অর্জন করেছে ‘ইম্প্রেশন’।
শ্রী দলুই আরো জানিয়েছেন, “সম্প্রতি ভারতীয় রেল বিভাগের সহায়তায় বন্দেভারত এক্সপ্রেসের গ্লাস সহ শিয়ালদা বিভাগেরও বেশ কিছু কাজের বরাত পেয়েছে ‘ইম্প্রেশন’।”


ekhansangbad
Author: ekhansangbad

Related News