Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপির গীতার পাল্টা তৃনমূলের চন্ডীপাঠ।

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতণ ব্রাহ্মণ ট্রাস্টকে পাশে নিয়ে কোলকাতায় ৫০ হাজার ব্রাহ্মণদের নিয়ে বিশ্ব শান্তিতে চন্ডীপাঠ কর্মসূচীর আয়োজন করতে চলছে তৃনমূল। আগামী ২২ ডিসেম্বর বিজেপির ঘোষিত কর্মসূচী কলকাতায় গীতাপাঠ।কয়েকদিন আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ঐত্যিহাসিক গীতা পাঠের সভা হবে।লক্ষ মানুষ গীতা পাঠ করবেন কোলকাতায় এই বিশেষ কর্মসূচীতে।সেই কর্মসূচীর আগেই রাজ্যের শাসক দল ব্রাহ্মণ সমাজ নিয়ে পাল্টা মাঠে নামতে চলেছে।


পশ্চিমবঙ্গ রাজ্য সনাতণ ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তপন মিশ্র ঘোষনা করে দিয়েছেন আগামী ২২ ডিসেম্বরই কোলকাতায় ৫০ হাজার ব্রাহ্মণদের নিয়ে হবে চন্ডীপাঠের আসর।

বুধিবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মন ট্রাষ্টের রাজ্য কার্যালয়ে পূর্ব মেদিনীপুরের মেছেদায় এক বৈঠক অনুষ্ঠিত হয় ।সেখানে উপস্থিত ছিলেন এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময়,কর,পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রশাসক নন্দ কুমার মিশ্র,ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তপন মিশ্র সহ বিশিষ্টজনেরা।তবে এদিন চন্ডীপাঠের আসর নিয়ে ২২ ডিসেম্বরই যে নির্দিষ্ট দিন,তা নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি।তবে বিজেপির গীতা পাঠের পাল্টা তৃণমূলের চন্ডীপাঠের আসর, সে বিষয়ে সন্দেহ নেই।আর ব্রাহ্মণ ট্রাস্টের কর্মসূচীতে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিই প্রমান করে দিচ্ছে বিজেপির গীঠা পাঠের পাল্টা হিসেবে তৃণমূল ব্রাহ্মণদের নিয়ে মাঠে নামছে চন্ডীপাঠের কর্মসূচীর মধ্যদিয়ে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read