Select Language

[gtranslate]
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। এগরা বাজী বিস্ফোরন কান্ডে মুল অভিযুক্ত মৃত ।।

পুর্ব মেদিনীপুর জেলার এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের মৃত্যু হল। সূত্রের খবর, ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে ভানু বাগ চিকিৎস্যার জন্যে ভর্তি ছিলো।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভানুর দেহ পড়শি রাজ্য থেকে আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্যপুলিশ।


বেআইনী বাজী কারখানার মালিক ভানু বাগ । বিস্ফোরণে  দগ্ধ অবস্থায় বাইকে আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে কটকে চলে গিয়েছিলেন ভানু। সেখানকার হাসপাতালে ভরতি হন। হাসপাতালে ভানু জানিয়েছিলেন, পারিবারিক অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। অবশেষে এগরার ভয়াবহ বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল।

ভানুর মৃত্যু হওয়ায় বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো। ভাইপোকে ইতিমধ্যে ৮ দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে।

এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ প্রাণ কেড়েছিল ৮ জনের। ভানুর মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল। ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় বেশ কয়েকটি দেহ। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ভানু।

ekhansangbad
Author: ekhansangbad

Related News