Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাদেরিয়া নাসারিয়া উরস কমিটির উদ্যোগে রক্তদান শিবির ।

প্রচণ্ড গরমে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর কাদেরিয়া নাসারিয়া উরস কমিটির উদ্যোগে উরসে নাসরে মিল্লাত ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার পটাশপুরে আয়োজিত রক্তদান শিবিরে মোট ১০৫ জন রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করে। অনুষ্ঠানে রক্তদাতাদের সবুজ বাঁচাতে এদিন চারাগাছ উপহার দেওয়া হয়। পাশাপাশি আগামীদিনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হবে।

উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি চন্দন সাউ, পটাশপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অমরেন্দ্র নাথ পাহাড়ি, উপ-প্রধান জাকির আলি, জেনকাপুর হাইমাদ্রাসার প্রধান শিক্ষক তথা সংস্থার প্রধান উদ্যোক্তা মহম্মদ ফাইজুর রহমান, জুলফিকার খান, মির্জা শাহজাহান বেগ, ফিরোজ খান, জাহিদ আলি মির্জা জাবের প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News