Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিনরাজের এক মহিলা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু।

প্রদীপ কুমার সিংহ :- কারখানার মধ্যে ভিনরাজ্যের এক মহিলা শ্রমিকের মৄত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ৷ এই ঘটনায় অসুস্থ ১২ জন মহিলা শ্রমিক।এর জেরে উত্তেজনা ছড়ায়, কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ অন্যান্য শ্রমিকদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খবর দেওয়া হয়েছে মৄতের পরিবারকেও ৷

ঘটনাটি ঘটেছে সোনাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনারপুর থানা অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় এক্সোডাস ফুটুরা নিট প্রাইভেট লিমিটেড একটি গেঞ্জির কারখানায়।

পুলিশ ও কারখানার অন্যান্য শ্রমিকদের সুত্রে জানা গিয়েছে ঝাড়খন্ডের বাসিন্দা রুবী কুমারী বহুদিন ধরে এই কারখানায় কাজ করতো কিন্তু বিগত ৪দিন ধরে অসু,স্থ বোধ করছিলেন ৷ বমি, কাশী সহ একাধির শারীরিক সমস্যা দেখা দিয়েছিল ৷ তিনি বারবার ছুটির কথা জানালেও তাকে ছুটি দেওয়া হয়নি ৷ এমনকি চিকিৎসাও করানো হয়নি বলে অভিযোগ ৷ সোনারপুরের একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন রুবী কুমারী ৷

অসুস্থতার মধ্যেও তাকে কাজ করানো হয় বলে অভিযোগ করেছেন সুলোচনা কুমারী সংগীতা কুমারী ৷ কারখানারই হোস্টেলে থাকতেন তিনি ৷ তার চিকিৎসা না করিয়ে তাকে নার্সরুমে অকারণ রাখা হয় বলেও তাদের অভিযোগ ৷

কারখানা কতৄপক্ষ তাদের গাফিতলির কথা অস্বীকার করেছেন ৷ কারখানার হড় ম্যানেজার বিশ্বরঞ্জন মিশ্রের দাবী তার কাছে কোনও ছুটি চাওয়া হয়নি ৷ আজকেই শরীর খারাপের কথা তিনি জানতে পারেন ৷ অসুস্থ রুবি কুমারী কে কারখানা থেকে বুধবার রাতে বারুইপুর মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানা পুলিশ তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News