Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নিবীণা সংঘের রক্ত দান- চক্ষু পরীক্ষা।

ভগবানপুর-২ ব্লকের গড়বাড়ী-২ অঞ্চলের বৃন্দাবন পুর-পশ্চিমচক অগ্নিবীণা সংঘের পঞ্চমী লক্ষী পূজা ও অনুষ্ঠান শেষ হল রবিবার সন্ধ্যায় । এদিন সকালে কাঁথি লায়ন্স ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হয় চক্ষু পরীক্ষা শিবির। শিবিরে ১১৯ জন দুঃস্থ ব্যক্তির চক্ষু পরীক্ষা করে ঔষধ ও চশমা দেওয়া হয় বিনামূল্যে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা।

পূজা উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হয় রক্ত দান শিবির। শিবিরে ৩৫ জন মহিলা সহ মোট ৯৫ জন । লায়ন্স ক্লাব অফ কনটাই বালুচরী এর সহযোগিতায় এই শিবিরে কোঠারী ব্লাড ব্যাংকের ডাঃ মৃন্ময় কুন্ডুর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রক্ত দান শিবির। সেই সঙ্গে শতাধিক মানুষের ব্লাড সুগার ও প্রেসার পরীক্ষা করা হয়। লায়ন্স ক্লাবের সভাপতি ধনঞ্জয় শ্যামল ও সম্পাদক অম্বরিশ সাউ শিবির পরিচালনা করেন। রক্ত দান শিবিরের উদ্বোধন করেন কাজলাগড় গ্রাম প্রধান দুলাল মন্ডল। উপস্থিত ছিলেন গ্রাভীণ চিকিৎসক ডাঃ যুগল কিশোর মন্ডল ও ডাঃ গৌতম মন্ডল, শিক্ষক হরেকৃষ্ণ মাইতি,স্বপন কুমার মন্ডল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংঘের সভাপতি শচীন মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের সম্পাদক কানাই লাল বর্মণ ও সদস্য গণ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংঘের কোষাধ্যক্ষ শিক্ষক শ্রীমন্ত মন্ডল।শুক্রবার লক্ষী পূজার উদ্বোধন করেন গড়বাড়ী-২ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মন্ডল।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কার্তিক ভূঞ্যা,গ্রাম পঞ্চায়েত উপপ্রধান যমুনা বাগ, পঞ্চায়েত সদস্য মাধুরী মন্ডল, সমাজ সেবী তপন কুমার মন্ডল,প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় বর্মণ। প্রসঙ্গত অগ্নিবীণা সংঘের লক্ষী আরাধনার পাশাপাশি সমাজ সেবা মুলক কাজে মুগ্ধ এলাকাবাসী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read