Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূল করায় পানের বরজের আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।

তৃণমূল করার অপরাধে পানের বরজের আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে খেজুরি দুই ব্লকের চকঅরকবাড়ি গ্রামের বাসিন্দা গোরাচাঁদ দাসের পানের বরজে আগুন লাগে। অভিযোগ এদিন সন্ধ্যায় গোরাচাঁদ বাবু তৃণমূলের কর্মী সভায় যোগদান করে ফ্লাগ ফেস্টুন নিয়ে বাড়িতে এসেছিল। গোরাচাঁদ বাবুর অভিযোগ সেই রাগে বিজেপি আশ্রিত দুষ্কৃতকৃকারিরা আট হাজার চারার গাছের পানের বরজএ আগুন লাগিয়ে দেয়। অভিযোগ তার বাড়ির বিপরীত দিকে পানের বরোজের দুদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনা জানতে পেরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ততক্ষণে সব পুড়ে বশীভূত হয়ে যায়।এই ব্যাপারে খেজুরি দুই ব্লক তৃণমূলের সভাপতি সমুদ্ভব দাস জানিয়েছেন খেজুরি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আছে। সেই কারণে তৃণমূল কর্মীদের বসে আনতে এই প্রতিহিংসার পথ বেছে নিয়েছে। এই ঘটনা দলের জেলা সভাপতি পীযুষ কান্তি পন্ডা ও জেলা সভাধিপতি উত্তম বারিক কে জানানো হয়েছে।

পাশাপাশি খেজুরি থানার পুলিশকেও জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা তদন্ত শুরু করেছে। এই ব্যাপারে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি তাপস দলাই বলেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোন রকমের সংযোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের শিকার। তৃণমূল তৃণমূলর ক্ষতি করে দোষ চাপাচ্ছে। তৃণমূল বুঝে গেছে তাদের মার পায়ের তলায় মাটি নেই সেই কারণে এইসব উল্টাপাল্টা দোষ চাপাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনীতি উত্তেজনা রয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read