Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নদীতে ভেসে যাওয়া গণ্ডার শাবককে উদ্ধার করলো বন কর্মীরা ।

বৃহস্পতিবার বিকেলে গরুমারা সাউথ রেঞ্জে জলঢাকা নদী ঘেঁসে থাকা জঙ্গলের ভেতর মায়ের সঙ্গে ঘাস খাচ্ছিল গন্ডার শাবক।
হটাৎ নদীতে পড়ে যায় শাবকটি।


স্থানীয় লোকজনের চিৎকারে ছুটে আসে বন বিভাগের টহলরত কর্মীরা গন্ডার শাবকটিকে ভেসে যেতে দেখেই নিজেদের জীবনের পরোয়া না করেই খরস্রোতা নদী থেকে গণ্ডার শাবকটিকে উদ্ধারের কাজ শুরু করে। শেষমেষ বনদপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীদের তৎপরতায় গন্ডার শাবকটিকে অনেকটা দুরের নথুয়ার চর এলাকা থেকে উদ্ধার করতে সমর্থ হয় বন কর্মীরা।

উদ্ধারের পর গন্ডার শাবকটিকে তার মায়ের কাছে ফেরানোর কাজ শুরু করে বনকর্মীরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News