Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতিসাল অগ্রগামী সঙ্ঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ।

সব খেলার সেরা বাঙালির ফুটবল। বাঙালি শুধু ফুটবল নয় এখন মজে আছে ক্রিকেটেও। রামনগরের বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট হিসাবে সুপরিচিত হাতিশাল অগ্রগামী ক্রিকেট টুর্নামেন্ট। এই বছর বিভিন্ন প্রান্তের নামিদামি ক্রিকেট প্লেয়াররা খেলতে এসেছে হাতিশালের মাঠে। রাত জেগে চলছে ক্রিকেট খেলা। একদিকে আলোর রোশনাই অন্যদিকে ক্রিকেটে চার ছক্কা ও উইকেট নেওয়ার উচ্ছাসে মুখরিত হাতিশাল অগ্রগামী সংঘের ক্রিকেট মাঠ। শুধু ক্রিকেট নয় এবার হাতিশাল অগ্রগামী সংঘ আয়োজন করেছে ফুটবল টুর্নামেন্টেরও। ক্রিকেট খেলার প্রবল জনপ্রিয়তার দরুন গ্রামের ওলিতে গলিতে ক্রিকেট প্রতিযোগিতায় আসছে আধুনিকতার ছোঁয়া।

হাতিশাল অগ্রগামী সংঘ এবারও অভিনবত্বের ছোঁয়া এনেছে ক্রিকেট প্রতিযোগিতায়। আজকে টুর্নামেন্টের সূচনায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, তৎসহ হাতিশাল অগ্রগামী সংঘের ক্রিকেট প্রতিযোগিতার মূল উদ্যোক্তা পিনাকী দিন্ডা সহ ক্লাবের বিভিন্ন কর্মকর্তাগণ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র বলেন বর্তমান দিনে এই ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজ ও আগামী প্রজন্মকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করবে যা প্রত্যেকের পক্ষে খুবই প্রয়োজনীয়। রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক শ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বর্তমান প্রজন্মকে খেলাধুলায় ও মনোযোগী হতে হবে। রামনগরের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা বাংলা ক্রিকেট দলেও সুযোগ পাচ্ছে। এই ধরনের ক্রিকেট প্রতিযোগিতা শুধুমাত্র ক্রিকেট প্রেমিকদের কাছে বাড়তি পাওনা নয় বর্তমান প্রজন্মে যে সমস্ত ছেলে মেয়েরা ক্র

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read