Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। চন্ডীতলায় নাকা চেকিং:বিপুল টাকা উদ্ধার ।।

হুগলীর চন্ডীতলার ভগবতীপুরে নাকা চেকিং চলার সময় ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা সমেত ধরা পড়ে দুই ব্যক্তি। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, অভিযুক্তরা এত পরিমান নগদ টাকা কোথা থেকে পেল, তা কোথায় নিয়ে যাওয়া যাচ্ছিল, তার সঠিক তথ্য না দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল চন্ডীতলার ভগবতীপুর পোলধার এলাকায় নাকা চেকিং করার সময় একটি মোটর বাইক করে দুই ব্যক্তি যাওয়ার সময় তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাদের কথার অসঙ্গতিতে গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে নগদ ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়া যায়। তখনই সন্দেহভাজন দুজনকে মোটরবাইক সমেত আটক করে চন্ডীতলা থানায় নিয়ে যাওয়া হয়।


পুলিশ জানিয়েছে,এত পরিমান নগদ টাকা কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা অভিযুক্তরা জানাতে পারেনি, কোন সঠিক তথ্য তারা দিতে পারেনি। তাই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম সমীর মল্লিক ও সেখ সামিউল্লা।বাড়ি চন্ডীতলার বাঁধপুর ও সিঙজোরে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News