Select Language

[gtranslate]
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে নিখোঁজ বৃদ্ধা বাড়ি ফিরলেন ।।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জিঁয়াদা বাসস্ট্যাড এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের সহায়তায় ২০ দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধা ফিরলো তার পরিবারের কাছে ।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

জানাগেছে সকালে জিঁয়াদা বাসস্ট্যাড এলাকায় বছর পঞ্চাশের এক বৃদ্ধা ঘোরাঘুরি করছিলো।সেই সময় বিষয়টি নজরে আসে কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার বিশ্বনাথ মাইতি ও দেবাশিষ হড়ের।

সন্দেহ হওয়ায় এরপর তারা এগিয়ে এসে জিজ্ঞাসা করার পর জানতে পারে ঐ বৃদ্ধার বাড়ি খেঁজুরী থানার মোহাটি গ্রামে।পারিবারিক অশান্তির কারনে গত কুড়ি দিন আগে আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যান।যদিও সেই আত্মীয়ের বাড়ি পৌচ্ছাতে পারেন নি ।ফিরতে পারেন নি বাড়িও।

এই বৃদ্ধার সাথে কথা বলার পরে দুই সিভিক ভলেন্টিয়ার নানা ভাবে বৃদ্ধার পরিবারের ফোনে নম্বর সংগ্রহ করে।পরে ফোন করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বৃদ্ধাকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read