Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজ ফিরে পাওয়ার জন্যে কারখানার গেটের সামনে বিক্ষোভে বসলো শ্রমিকরা।

চলে যাওয়া কাজ ফিরে পাওয়ার জন্যে অভিনব কায়দায় কারখানার গেটের সামনে বিক্ষোভে বসলো শ্রমিকরা ।পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় এর জেরে চাঞ্চল্য ছড়ালো । হাতে থালা বাটি নিয়ে , কাজ নেই খাব কি ? এমন স্লোগান তুলে বিক্ষোভ দেখালো শ্রমিকরা ।

হলদিয়ার দুর্গাচকে টাটা স্টিল কারখানার গেটের সামনে কাজ হারানো শ্রমিকরা হাতে থালা বাটি নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখালো ।
প্রসঙ্গত , এই কারখানার ২১ জন শ্রমিক পাঁচ বছর ধরে কাজ করে আসছে ।অভিযোগ তারা রাজনীতির শিকারে কারখানার কাজ থেকে বিতাড়িত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে একুশ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ ছাটাই করে দেয় ।শ্রমিকরা কাজ হারিয়ে সংসার চালাতে না পেরে পুনরায় কাজের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাছে কারখানার গেটের সামনে । আরো অভিযোগ কারখানার শাসক দলের শ্রমিক সংগঠন কিংবা কারখানার কর্তৃপক্ষকে কাজের দাবী জানিও কোন সূরাহা হয়নি । তবে কারখানার শ্রমিক সংগঠন বিএমএস এর পক্ষ থেকে তাদের পুনরায় কাজের দাবিকে সমর্থন জানায় । কারখানার অন্যান্য শ্রমিকরাও কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়ায় ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read