Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার প্রথম আয়ুষ মেলা।

পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি শহরে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার প্রথম আয়ুষ মেলা। শুক্রবার চিকিৎসা শিবিরে বহু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। বসে আঁকো, যোগা প্রতিযোগিতার সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়ুস বিষয়ক আলোচনায় আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসার বিভিন্ন দিক এবং ওষুধি গুণের খুঁটিনাটি তুলে ধরা হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ অদ্বৈত মুদি, ডাঃ মানস নন্দ,ডাঃ দেবাশীষ ঘোড়াই, ডাঃ মুকুল পাইক, পলাশ পাল সৌম্যদীপ বর্মন প্রমুখ। এই অনুষ্ঠানে প্রয়াত ডাঃ অমরেন্দ্রনাথ পাল ও ডাঃ জগদীশ চন্দ্র বর্মন এর পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ বসন্ত সিংহ। বুধবার সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কাঁথির রাওরিক্রিয়েশন ক্লাবের মাঠে শুভ উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গির।

উপস্থিত ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার অরূপ রতন করণ, অতিরিক্ত জেলা মুখ্য সাস্থ্য অধিকারীক ডাক্তার অদ্বৈত মুদী, রঘুনাথ আয়ুর্বেদ কলেজ এর অধ্যক্ষ ডাক্তার দেবনাথ, বি এম ও এইচ ডাক্তার মানস নন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার বসন্ত সিংহ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read