Select Language

[gtranslate]
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। খাদিকুলে রাজ্য সরকারের সমালোচনা দিলীপের ।।

প্রদীপ কুমার মাইতি :- এগরার খাদিকুলে এলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।পরিদর্শন করলেন ঘটনাস্থল। মৃত পরিবার বর্গের সাথে তিনি দেখা করে তাদের সমবেদনা জানান। আজ বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে এই বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানু বাগ। ভানু বাগকে গ্রেফতার করতে কেন এত দেরি হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

খাদিকুলে স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে পুলিশ ও রাজ্যের শাসকদলকে সমালোচনা করতে দেখা যায় দিলীপ ঘোষকে। গুরু পাপে লঘু দন্ড দেওয়া হয়েছে অভিযুক্তদের এমনটাই শোনা যায় দিলীপ ঘোষের কণ্ঠে।

দিলীপ ঘোষও এদিন ঘটনাস্থলে এসে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানান। উল্লেখ্য গত বুধবার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এসেও এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। এদিনও একই সুর শোনা গেল দিলীপ ঘোষের কন্ঠেও। রাজ্য সরকারের এই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

ঘটনা সূত্রে জানা যাচ্ছে, উড়িষ্যার একটি হাসপাতালে চিকিৎসাধীন ভানু বাগ। ভানুর ছেলে ও ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই

ekhansangbad
Author: ekhansangbad

Related News