Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। তমলুকের শুভাঞ্জন মাধ্যমিকে ১০ স্থানাধিকারী ।।

৭৫ দিনের মাথায় শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদ। বিগত বছরগুলির মত এবারও পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যান্য জেলা থেকে এগিয়ে। বিগত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হারে অন্যান্য জেলা থেকে এগিয়ে থাকা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ তার ব্যতিক্রম হল না।


১ থেকে ১০ নম্বরে মোট ১১৮ জন স্থান করেছে। যার মধ্যে চতুর্থ, আষ্টম ও দশম সহ মোট ১১ জন স্থান করে নিয়েছে। যার মধ্যে তমলুক হ্যামিল্টন হাই স্কুলে দশম স্থানে রয়েছে শুভাঞ্জন পাড়ই, প্রাপ্ত নম্বর ৬৮৩। ছেলের এরকম সাফল্যে খুশি পরিবারের লোকজনেরা। ছেলের সাফল্যের পর খুশিতে মিষ্টি মুখ করান মা ও পরিবারের লোকেরা। শুভাঞ্জন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হতে চান এমনটাই জানান সংবাদ মাধ্যমের সামনে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News