Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মণিপুর কান্ডের প্রতিবাদে গর্জে উঠলো পটাশপুর

মণিপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে গোটা দেশ। এমনকি বিদেশের একাধিক সংবাদের ঝলকে তুলে ধরছে মণিপুরের সেই নৃশংস কান্ড। সেই নৃশংস ঘটনা সমালোচিত হয়েছে সর্বত্র। সেই নৃশংস ঘটনার প্রতিবাদের আঁচ দেখা গেল এবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের অমর্ষির মহিলাদের মধ্যে। পটাশপুর বিধানসভার অমর্ষিতে এগরা – বাজকুল রাজ্য সড়কের উপরে মোমবাতি জ্বালিয়ে হাতে নিয়ে মণিপুর কাণ্ডের প্রতিবাদে মৌন মিছিলে সামিল হলো অমর্ষি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা সহ আট থেকে ৮০।


হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অমর্ষি ১ অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়ে পুরো বাজার পরিক্রমা করে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মনিপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলের সামিল হন কয়েকশো মহিলারা। তৃণমূলের অমর্ষি ১ অঞ্চল তৃণমূল জাহির বেগ, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নমিতা বেরা, অমর্ষি ১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান স্বরুপ আদক- সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এদিন মণিপুর কাণ্ডে প্রতিবাদে রাস্তায় পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন। পাশাপাশি ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখান।


তাদের দাবি, যে ধরনের ঘটনা মণিপুরে ঘটেছে তা দেশের পক্ষে লজ্জার‌। তার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News