Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

।। সাহিত্যে আপোসহীন লেখনীতে নোবেলজয়ী অ্যানি এরনো ।।

চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনো । ব্যক্তিগত অভিজ্ঞতাকে সম্বল করে সাহসিকতা এবং তীক্ষ্ণতার সঙ্গে কোনও বিষয়ের মূলে পৌঁছতে, তাঁর যে অবদান তাকে কুর্নিশ জানিয়েছে নোবেল কমিটি।



আর্নোউয়ের জন্ম ১৯৪০ সালে ফ্রান্সের নর্মান্ডিতে এক শ্রমজীবী পরিবারে। রুয়েঁ এবং বোর্দো বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পাঠগ্রহণের পরে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন। তাঁর লিখন মূলত আত্মজৈবনিক বা স্মৃতিকথন। প্রথম জীবনে কিছু আখ্যানধর্মী লেখা লিখলেও পরে তিনি সরে আসেন স্মৃতিকথায়।

সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে রাজনৈতিক মতাদর্শ প্রকাশ পায়। সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ফরাসি লেখিকা অ্যানি এরনো । তিনি বলেন, “সামাজিক বৈষম্য প্রতি আমাদের চোখ খুলে দেয় সাহসী প্রবন্ধ।” 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read