Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টাওয়ার বসিয়ে দেওয়ার নামে প্রতারনা।

বাড়িতে মোবাইলের টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে।

ঘটনায় প্রতারিত পেশায় আমিন কাঁথির ভূপতিনগরের বাসিন্দা ৬৮ বছরের বৃদ্ধ বিমল কুমার ত্রিপাঠি এ ব্যাপারে অভিযোগ লিখিয়েছেন পূর্ব মেদিনীপুরের সাইবার ক্রাইম থানায়।

২০২১ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ৫ মে তারিখ পর্যন্ত মোট ১৩ দফায় প্রতারকদের বিভিন্ন অ্যাকাউন্টে ২ লক্ষ ৭৬ হাজার ৪৩০ টাকা জমা দিয়েছেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হওয়ায় এবং প্রতারকদের হদিশ না পেয়ে গত ৪ সেপ্টেম্বর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read