Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

।। ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল ।।

ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করল ফিফা।ফিফার নিয়মাবলি লঙ্ঘন করেছে ভারত, এই অভিযোগেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। সোমবার রাতেই ফিফার তরফ থেকে সিদ্ধান্তের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা।এর ফলে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনি অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ।



ফিফার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সর্বসম্মতভাবে ফিফার তরফে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ামক সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুতর ভাবে ফিফার নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এই নোটিস দেওয়ার সঙ্গে সঙ্গেই সাসপেন্ডের সিদ্ধান্ত কার্যকর হবে।” 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read