Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

।। এবার সরষের মধ্যে ভূতের অনুপ্রবেশ ।।

নতুন প্রযুক্তিতে তৈরী সরষে বীজে ফলন বেশি হওয়ার যে দাবি করছে দিল্লি বিশ্ববিদ্যালয় তা আদৌ যুক্তিযুক্ত নয়। এই দাবি তুলে এবার আন্দোলনে নামলো কৃষকেরা।



জিন প্রতিস্থাপিত বা জি.এম সরষে চাষে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এপ্রাইজল কমিটি ১৮ অক্টোবর হাইব্রিড সরষে চাষের ছাড়পত্র দিয়েছে। আন্দোলনকারীদের দাবি এতে আমাদের পরম্পরাগত উপাদেয় ভালো সরষে হারিয়ে যাবে। শুধু তাই নয় পারস্পরিক পরাগ সংযোগ হওয়ার দরুন আসল সরষে গুণগত মান হারিয়ে যাবে। এতে মাটি, মানুষ প্রকৃতি সবকিছুতেই দূষণ হবে।


সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলা কিষান স্বরাজ সমিতি কেন্দ্রীয় সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে সোমবার কাঁথি ৩ নম্বর ব্লকের মারিশদা বাজারে প্রায় ২৬৩ জন কৃষক/কৃষাণীদের নিয়ে রেলি, একটি পথসভা, আলোচনা সভা, স্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ করা হয়।

এই পথসভাতে বক্তব্য রাখেন কিষান স্বরাজ সমিতির সভাপতি সুভাষচন্দ্র ঘোড়াই, সদস্য দেবাশীষ পন্ডা , কোষাধ্যক্ষ শশধর গিরি, কৃষ্ণপ্রসাদ দাস প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read