Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপির সব উইকেট ফেলতে হবে:দেবাংশু।

বিপক্ষে দিব্যেন্দু অধিকারী নাকি অভিজিৎ গাঙ্গুলী অথবা অন্য কেউ সেটা বড় কথা নয়,বড় কথা হল বিজেপির সব কটা উইকেট ফেলতে হবে বলে দাবি করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

রবিবার কলকাতার ব্রিগেডে দেবাংশুর নাম প্রার্থী হিসাবে ঘোষনা করেছেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তারপর সোমবার তমলুকে দেওয়াল লিখনের মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন দেবাংশু ভট্টাচার্য।

সকালে তমলুকের নিমতৌড়ির তৃণমূল জেলা কার্যালয়ে এসে পৌঁছায় দেবাংশু ভট্টাচার্য। দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন, দেবাংশুর সঙ্গে যোগ দেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। দেওয়াল লিখন শেষে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন দেবাংশু।

এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু বলেন এবারেও খেলা হবে।বলেন বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি বল করছিলো।তৃনমূল ব্যাট করে ২১৫ নট আউট।এবার বিজেপি ব্যাট করবে।ওদের গত নির্বাচনে জেতা ১৮টা আসন ও কাঁথি-তমলুক মিলিয়ে ২০টা আসনে বিজেপি প্রার্থীদের বোল্ড আউট করতে হবে বলে দাবি করেন দেবাংশু।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read