Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপরাজেয়-এর উদ্যোগে রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন “অপরাজেয়” এর উদ্যোগে সংগঠনের সদস্য প্রশান্ত মাজীর জন্মদিন উপলক্ষ্যে তাঁতিগেড়িয়া টাউন কোলনী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রিক্রিয়েশন ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। ক্লাব প্রাঙ্গণে অবস্থিত স্বামী বিবেকানন্দ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া, সম্পাদক সুশান্ত জানা সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ ।

এদিনের শিবিরে বেশ কয়েকটি মহিলা সহ মোট ৪১ জন রক্তদাতা রক্তদান করেন। সবুজায়নের বার্তা দিতে এদিনের শিবিরে রক্তদাতাদের ও উপস্থিত অতিথিদের উপহার হিসেবে চারাগাছ প্রদান করা হয়। শিবিরে রক্তদান উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খঁড়া, অধ্যাপক রাজেশ দোলাই, শিক্ষক উত্তম দাস,টাউন কলোনী ক্লাবের সভাপতি ড.হরিহর ভৌমিক, সমাজকর্মী শিক্ষক বিপ্লব আর্য, শিল্পী শিক্ষক নরসিংহ দাস , শিক্ষক দীপেশ দে, সমাজকর্মী মণিদীপা পাল, রাহুল কোলে, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিতি সকলে প্রশান্ত মাজীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।প্রশান্ত নিজেও রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ। শিবির সঞ্চালনা করেন চিত্ততোষ পৈড়া।

ekhansangbad
Author: ekhansangbad

Related News