Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুভেন্দুর বাড়ির পাশে পুড়লো মোদীর কুশপুতুল।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে পুড়লো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল।

মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না-পেয়ে কৃষি ভবনেই অবস্থান শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অন্য নেতারা। এর পরেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। তাঁদের টেনেহিঁচড়ে তোলা হয় প্রিজ়ন ভ্যানে। নিয়ে যাওয়া হয় উত্তর দিল্লির মুখার্জীনগর থানায়। সেখানে প্রায় দু’ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।

তার প্রতিবাদে মঙ্গলবার রাত থেকেই রাজ্য জুড়ে আন্দোলনে নামে তৃনমূল কর্মী সমর্থকেরা।রাত্রে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর বাস ভবন শান্তিকুঞ্জ থেকে কয়েক শ মিটার দুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃনমূলের কর্মী সমর্থকেরা।আর বুধবার দুপুরে কাঁথির পোস্ট অফিস মোড়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরীরাজ সিং এর কুশ পুতুল দাহ দাহ করে তৃনমূল কর্মী সমর্থকেরা।
কাঁথিতে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read