Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

।। নন্দীগ্রাম রেল পথ চালুর দাবি নিয়ে বৈঠকে দিব্যেন্দু ।।

নন্দীগ্রামে বন্ধ হয়ে যাওয়া রেলপথের কাজ আবার চালু করার দাবি নিয়ে কলকাতায় রেলের আঞ্চলিক বৈঠকে যোগ দিচ্ছেন তমলুকের তৃনমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম রেলপথের শিলান্যাস করেছিলেন। তার পর কেটে গেছে প্রায় ১০ বছর । মমতা রেল মন্ত্রক ছেড়ে আসার পরে আর সেই প্রকল্প এগোয়নি।থমকে যাওয়া সেই কাজ শুরু করার দাবি নিয়ে ওই বৈঠকে যাবেন দিব্যেন্দু।

বাজকুল থেকে নন্দীগ্রাম পর্যন্ত ১৮.৮ কিলোমিটার দীর্ঘ রেলপথের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা। সেই মতো জমি অধিগ্রহণ, লাইন পাতা এবং স্টেশন ও আবাসন নির্মাণ শুরু হয়েছিল। কিন্তু ইউপিএ জমানায় রেল মন্ত্রক মমতার ‘হাতছাড়া’ হওয়ার পর থেকেই নন্দীগ্রাম রেল প্রকল্পের গতি ‘শ্লথ’ হয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই প্রকল্প রেলের বাজেটেও জায়গা পায়নি।

শুক্রবার কলকাতায় রেলের আঞ্চলিক বৈঠকে যোগ দিয়ে এই প্রকল্প নিয়ে কোন আশার কথা দিব্যেন্দু শোনাতে পারেন কিনা সেটাই দেখার

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read