Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৎস্যজীবি আর ট্রলার মালিকদের দাবি মেনে নভেম্বরেই ড্রেজিং দিঘায়।

ট্রলার মালিক ও মৎস্যজীবীদের দীর্ঘ বছরের দাবি অবশেষে পূরণ হতে চলেছে।মোহনায় ড্রেজিং এর জন্যে বরাদ্দ হয়েছে অর্থ।

মোহনায় চড়া পড়ে যাওয়ায়
প্রতিবছর মাছ ধরার মরশুমে দিঘা মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। এই সমস্যা দীর্ঘদিনের। দুর্ঘটনা গুলিতে সেভাবে প্রাণহানির ঘটনা না ঘটলেওক্ষতি হয় ট্রলারে থাকা মাছ ও কয়েক লক্ষ টাকা মূল্যের ট্রলারের। এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মৎস্যজীবীরা ড্রেজিং করার আবেদন জানিয়ে আসছিল বারবার। অবশেষে তাদের সেই আবেদনের সাড়া মিলল।

দিঘা মোহনায় ড্রেজিং এর জন্য কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে ২১ কোটি টাকা অর্থ অনুমোদন করা হয়েছে।সুত্রের থেকে জানা গেছে নভেম্বর মাসের পর থেকেই ড্রেজিং-এর কাজ শুরু হয়ে যাবে।এর ফলে দুর্ঘটনা যেমন কমবে,তেমনি মাছের যোগান বাড়বে বলে জানিয়েছেন মৎস্যজীবিরা

ekhansangbad
Author: ekhansangbad

Related News