Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটককে জনপ্রিয় করার লক্ষ্যে এগিয়ে চলেছে মেদিনীপুরের “তরুণ থিয়েটার”।

মেদিনীপুরের নব গঠিত নাট্যগোষ্ঠী “তরুণ থিয়েটার” থিয়েটারকে আরোও জনপ্রিয় করার লক্ষ্যে থিয়েটার নিয়ে সারা বছরের নানা কর্মসূচী ঘোষণা করেছে। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের থিয়েটারের কাজে আগ্রহী করে তোলার উদ্দেশ্যে তাঁরা ইতিমধ্যেই সারাবছর ব্যাপী নাটকের কর্মশালা ( তরুণ থিয়েটারের পাঠশালা ) শুরু করেছেন, যা প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয়ে চলেছে।

আগামী ৩০ আগস্ট স্থানীয় শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে তরুণ থিয়েটারের পক্ষ থেকে মঞ্চস্থ হবে নাটক “ফেসবুক ম্যারেজ”‌ যা ইতিমধ্যেই একবার বিদ্যাসাগর হলে মঞ্চস্থ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা বৈবাহিক সম্পর্কের ওপর ভিত্তি করে মজার এই নাটকটিকে খানিক পরিমার্জন করে ভিন্নরূপে ও আঙ্গিকে পুনঃমঞ্চস্থ করতে চলেছে তরুণ থিয়েটার। সেদিনই তাঁরা তাঁদের দ্বিতীয় প্রযোজনা,মেদিনীপুরের এক মহিয়সী রমণী “রানী শিরোমণি”-র জীবনী নির্ভর একটি নাটক “মেদিনীপুরের লক্ষীবাঈ ” শিরোনামে মঞ্চস্থ করার কথা ছিল। এই নাটক মঞ্চস্থ করার মধ্যে দিয়ে রানী শিরোমণির জীবন সংগ্রামের ইতিহাস উপস্থাপিত করে তাঁর আত্মত্যাগ এর প্রতি সম্মান প্রদর্শন করতে চেয়েছেন তরুণ থিয়েটার কর্তৃপক্ষ। অনেক ইতিহাস গবেষক রানী শিরোমণির জীবন সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে “বাংলার লক্ষীবাঈ” রূপে ,আবার কেউ কেউ “মেদিনীপুরের লক্ষীবাঈ” নামে অভিহিত করেছেন। যদিও ঝাঁসির রানী লক্ষীবাঈ রাণী শিরোমণির মৃত্যুর ১৬ বছর পরে পরে জন্মগ্রহণ করেন। তথাপি বেশ কিছু শুভানুধ্যায়ী ব্যক্তি নাটকটির নামকরণ “মেদিনীপুরের লক্ষীবাঈ” নিয়ে তাদের আপত্তির কথা জানান। শুক্রবার সন্ধ্যায় তরুণ থিয়েটারের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে,তাঁরা প্রত্যেকের সেন্টিমেন্ট ও ভাবাবেগকে সম্মান করেন। রানী শিরোমণিকে কোনোভাবে অসম্মান করা নয় , বরং তাঁর সেই মহতী আত্মত্যাগকে তাঁরা সম্পূর্ণ ভাবে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নাটকের নাম পরিবর্তন করে “বীরাঙ্গনা রাণী শিরোমণি” রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ শে আগস্ট সন্ধ্যে সাড়ে সাতটায় তাঁদের দ্বিতীয় নাটক “বীরাঙ্গনা রাণী শিরোমণি” মঞ্চস্থ করবেন। সর্বমোট ৬৮ জন কলাকুশলী সমন্বয়ে এই নাটক নিশ্চিতভাবেই দর্শকদের মনোরঞ্জন করবে বলে তাঁরা বিশ্বাস করেন। এছাড়াও এবছর মেদিনীপুরের আর এক শ্রদ্ধা ভাজন কর্মযোগী গণপতি বসুর জন্মশতবর্ষ। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তরুণ থিয়েটার “জনগণপতি” নামে একটি নাটক মঞ্চস্থ করবে। পাশাপাশি সকলের আশীর্বাদকে পাথেয় করে আগামী ডিসেম্বর মাসে ৭দিন ব্যাপী এপার- ওপার বাংলা নাট্যোৎসব সংঘঠিত করার বিষয়ে তরুণ থিয়েটার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদিনের এই সাংবাদিক বৈঠকে তরুণ থিয়েটারের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু,নাট্যকার সুরজিৎ সেন, নাট্যপ্রেমী সুজয় হাজরা, চন্দন বসু, তারাপদ দে, অরুণাশু দে ,প্রতাপ নারায়ণ পড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read