Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচার‍্যাল কো-অপারেটিভ পারমানেন্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন।

দি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ এগ্রিকালচার‍্যাল কো-অপারেটিভ পারমানেন্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন হল শনিবার। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লক আইএনটিটিইউসি’র অনুমোদিত বাজকুলে এক বেসরকারি সভাগৃহে সংগঠনের ব্লক সম্মেলন আয়োজিত হয়।


এদিন শতাধিক সদস্য এই ব্লক সম্মেলনে শামিল হন। সভায় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সমবায়ের কর্মচারীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। সমবায়সমিতি কর্মচারীদের অবিলম্বে নূন্যতম বেতন দিতে হিবে। সংগঠনের কর্মচারীদের বয়সসীমা ৬৫ করতে হবে। সমবায়সমিতির মাধ্যমে সমস্তরকম কৃষি যন্ত্রপাতি দেওয়ার দাবি জানাই। কর্মচারীদের ইনকাম ট্যাক্স মুকুব করা হোক।

এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উত্তম কুমার মন্ডল, সম্পাদক মৃত্যুঞ্জয় মিশ্র, কাঁথি সমবায় ইউনিয়নের ডিরেক্টর গোলকেশ নন্দ গোস্বামী, কার্ড ব্যাঙ্কের ডিরেক্টর মদনমোহন পাত্র, সংগঠনের জেলা সভাপতি সুশান্ত প্রধান, জেলা সম্পাদক গুণিন্দ্রনাথ দাস মহাপাত্র, শঙ্কর সড়ঙ্গী, কো- অপারেটিভ উন্নয়ন আধিকারিক শঙ্কর প্রধান প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read