Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু পূর্ব মেদিনীপুরে।

পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ে ১৯৩ জন প্রধান শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হলো। এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান জানিয়েছেন ওয়েটিং লিস্ট থেকে ১৯৩ জন কে নিয়োগপত্র দেয়া হয়েছে। তিনি বলেন ৪৫ টি সার্কেলের মধ্যে মহিষাদল পূর্ব ও এগরা পশ্চিম সার্কেলে আইনত জটিলতা থাকায় কোন নিয়োগপত্র দেওয়া যায়নি। গত সেপ্টেম্বর মাসের ১০ তারিখে ১৯১৪ জন প্রধান শিক্ষকের নিয়োগপত্র দেয়া হয়েছিল। সেক্ষেত্রে কিছু জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল।

সেই তালিকা থেকে নিয়োগপত্র দেয়া হলো। শিক্ষা দপ্তরের গাইডলাইন মেনে এবং ২০১৬ সালের নিয়মকে মান্যতা দিয়ে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগপত্র দেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রধান শিক্ষকের ক্ষেত্রে যে শূন্য পদ গুলো তৈরি হয়েছিল দুটি সার্কেল ছাড়া অন্য সমস্ত সার্কেলে পূরণ করা হয়েছে। আগামীকাল থেকে ১৫ দিনের মধ্যে তারা জয়েন করতে পারবেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read