Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাহাত্তরের বাহারে পার্ক সার্কাস ময়দানে দুর্গা পূজা।

কেকা মিত্র:- মাতৃ প্রতিমার মান উন্মোচন হবে প্রতি বছরের মতন চতুর্থী সন্ধায়। ক্লাব সভাপতি দেবাশীষ কুমার এর উপস্থিতিতে প্রতিমার মান উন্মোচন হবে সাথে শুরু হবে একমাস এর মেলা ।

এবারের বিশেষ আকর্ষণ ভাস্কর প্রদীপ রুদ্র পাল এর সাবেকি মাতৃ প্রতিমা যে মুখ দেখলে মনে পড়ে ওগো মা তোমায় দেখে দেখে আখি না ভোরে । মণ্ডপ গড়ে উঠছে তেলেঙ্গানার এক বিশেষ মন্দির এর আদলে বানাচ্ছেন “মহেশ ডেকরেটর” সাতে সাবেকি ঝাড়বাতি।প্রতি বছরের মতন আলোর সাজে সাজাচ্ছেন সাউন্ড মাস্টার।

পুজোর পাঁচদিন সন্ধ্যা আরতি তার পর সঙ্গিতিক অনুষ্ঠান ম্যাজিক শো আরো অনেক থাকবে। নবমীতে কুমারী পূজা , একদশির দিন সকালে সিঁদুর খেলা সর্বসাধারণের জন্য সাথে ধুনুচি নাচের প্রতিযোগিতা।

একাদশীর দিন বিকেলে নিরঞ্জন শোভা যাত্রা পার্ক সার্কাস ময়দান থেকে শুরু হয়ে গড়িয়াহাট দেশপ্রিয় পার্ক রাসবিহারী এভিনিউতে শেষ হবে তার পর রাজা কদমতলা ঘাট এ বিসর্জন সম্পন্ন হবে ।


কোজাগরী লক্ষী পূর্ণিমার পুজো সম্পন্ন হলে প্রতি শনি ও রবিবার গুলোয় মেলায় বিশেষ অনুষ্ঠান এর আযোজন থাকছে।

পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় ভট্টাচার্য্য এবং হেমন্ত দে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read