Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পন্থেশ্বরী মিলন উৎসব মহাসমারোহে শুভারম্ভ হল।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর-১ ব্লকের তালগাছারী-২ পঞ্চায়েতে পন্থেশ্বরী মিলন উৎসব মহাসমারোহে শুভারাম্ভ হলো ।

এই উৎসব বোধরা পন্থেশ্বরী হাইস্কুল সংলগ্ন মাঠে বোধড়া টেংরামারি শ্রী শ্রী কৃষ্ণ কৈবল্য দায়িনী সভার আয়োজনে ১৩০ তম পন্থেশ্বরী মিলন উৎসব ২০২৪ এর শুভ আরম্ভ হয়। এই উৎসব ১৫ই জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।।

সংস্থার সূত্র থেকে জানা যায় ১৩০১ বঙ্গাব্দে এলাকার কিছু ধর্মীয় প্রাণ মানুষ এই মহান উৎসবের শুভ সূচনা করেছিলেন, এই মেলা জেলার মধ্যে সবচেয়ে প্রাচীনতম মেলা। এই মেলা ১৩০ তম বছরে পদার্পণ করল, এই মেলা বিভিন্ন  উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে ৭ দিন ধরে চলবে, পতাকা উত্তোলনের,ও ঘটোত্তোলনের মাধ্যমে পূজার শুভারম্ভ হল, আমরা রাধা মাধব জিউকে নিয়ে এসেছি শোভা যাত্রার মাধ্যমে। এই মেলায় নানান বৈচিত্রে  আছে বিভিন্ন রকম অনুষ্ঠান কবি সম্মেলন, যাত্রা,  নাটক, বিচিত্রা অনুষ্ঠান, সংস্কৃতি অনুষ্ঠান সহ ১০ হাজার লোকের অন্ন মহোৎসব অনুষ্ঠান রয়েছে।

এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কুঞ্জ বিহারী চন্দ্র ও  বিশ্বজিৎ জানা সহ বিভিন্ন সমাজসেবী সহ সংস্থার সভাপতি, সম্পাদকসহ সমস্ত সদস্যবৃন্দ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read