Select Language

[gtranslate]
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টোপা ড্রেনেজ খাল সংস্কারের কাজ পুনরায় শুরু হয় ।

কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ন টোপা ড্রেনেজ খাল সংস্কারের কাজ শুরু হওয়ার পর নানা জটিলতার কারনে কয়েকদিন কাজ বন্ধ ছিল। ওই পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারী উপভোক্তা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয় কোলাঘাট পঞ্চায়েত সমিতি অফিসে। তারপর জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কমলেন্দু দাস,সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌগত মান্না খাল সংলগ্ন কাজের এলাকা পরিদর্শনে আসেন এবং এলাকার জনসাধারনের সাথে কথা বলেন। ফলস্বরূপ আজ (২০/০১/২০২৪) থেকে পুনরায় শুরু হয় খাল সংস্কারের কাজ। বিকেলে পরমানন্দপুর রুইদাসপাড়া এলাকায় সংস্কার কাজ দেখতে যান কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সহঃ সম্পাদক তপন মাইতি ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির সহকারী সভাপতি মধুসূদন বেরা,উপভোক্তা কমিটির সদস্য তাপস নায়ক প্রমুখেরা। কাজের কাছে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিনয় কুমার দাসের সাথে কথা বলেন।
নারায়ণবাবু দ্রুত কাজ করার জন্য ঠিকাদারকে অনুরোধ করেন। পাশাপাশি খালের ভেতরে থাকা গাছ সহ অবৈধ নির্মাণ অতি সত্বর সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানদের আবেদন জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read