Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হোসিয়ারী শ্রমিকদের ত্রয়োদশ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের ডাক।

চলতি বছরে হোসিয়ারী শ্রমিকরা নূন্যতম ১০.৩৩ শতাংশ হারে বোনাস পেয়েছেন। কিন্তু সরকার ঘোষিত নূন্যতম মজুরি অনুসারে শ্রমিকদের রেটবৃদ্ধি সহ অন্যান্য দাবীগুলি এখনো অপূরিত।

হোসিয়ারী শ্রমিকদের সংগঠন এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের জেলা কমিটির সভাপতি মধুসূদন বেরা জানান, ওই দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনকে শক্তিশালী করতে আগামী ৫ নভেম্বর কোলাঘাটের বরদাবাড় প্রাইমারী স্কুলে হোসিয়ারী শ্রমিকদের ত্রয়োদশ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন আহ্বান করা হয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট-পাঁশকুড়া-শহীদ মাতঙ্গিনী ব্লক সহ অন্যান্য আরো কয়েকটি ব্লকে সহস্রাধিক কারখানায় কমপক্ষে ২০-২২ হাজার শ্রমিক এই শিল্পের কাজের সাথে যুক্ত রয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read