Select Language

[gtranslate]
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

এগরা প্রেসক্লাবের ১৭ তম বার্ষিক সাধারণ সভা ও ইউনিফর্মের উদ্বোধন।


এগরা প্রেসক্লাবের ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এগরা শহরের কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার সভায় পৌরোহিত‍্য করেন সংস্থার স্থায়ী সভাপতি বীরকুমার সী। সম্পাদকীয় প্রতিবেদন ও বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট উপস্থাপন করেন সম্পাদক গৌরীশংকর মহাপাত্র। সম্পাদকীয় প্রতিবেদনের উপর পর্যালোচনায় অংশ নেন সাংবাদিক কিশোর নাগ, মদন মাইতি , ডা বাদল অশ্রু ঘাটা, প্রসূন প্রামাণিক, রীনা দাস, সৈকত মাইতি, নন্দন বেরা, মিঠু সিং সৃষ্টিধর সাউ প্রমুখ । ছিলেন সংস্থার সহ সভাপতি কবি সুরক্ষার হেমন্ত মাইতি, সহ-সম্পাদ ক গৌতম পাত্র সঞ্জীব আচার্য প্রমুখ। সদস্যদের দাবি মেনে পূর্ব সিদ্ধান্ত মত এগরা ও এস জি হাসপাতাল এন্ড এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে সাংবাদিকদের এ দিন ইউনিফর্ম চালু হয়। সাংবাদিক দের হাতে ইউনিফর্ম তুলে কর্মসূচির উদ্বোধন করেন প্রখ্যাত শল‍্য চিকিৎসক ও অঙ্কুশ পত্রিকার সাংবাদিক ডা: বাদল অশ্রু ঘাটা। সংস্থার একটি মাসিক মুখপত্র সাহিত্য সংবাদপত্র প্রকাশনা, মহকুমা জুড়ে মাসিক আলোচনা, কবিতা পাঠ, বিষয় ভিত্তিক আলোচনার ব‍্যবস্থা, বিভ্রান্তি নিরসনে সংগঠনের বাইরে স্থানীয় কোন সাংবাদিকদের হোয়াটসওয়াশ গ্ৰুপে যুক্ত না থাকা, সংগঠনের কার্যক্রমকে মান্যতা দেওয়া, বৎসরের ১ মার্চের মধ্যে রিনিউয়াল দিয়ে সংগঠনের কাজে গতি আনা, এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বই মেলার যৌথ কর্মসূচি গ্ৰহন প্রভৃতি। সংগঠনের ৩০ সদস্য উপস্থিত ছিলেন। কয়েকজন নতুন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। শেষে উপস্থিত সকলকে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনে ও প্রীতি ভোজে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read