Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে ১০২ টি ভাটা চলতি বছরে বন্ধ বলে দাবি ইটভাটা মালিক সংগঠনের।

জানাজায় আবাস প্লাস যোজনার লক্ষ্যে কোটি কোটি ইট বানিয়েছিলেন ভাটা মালিকেরা, বছর ঘুরলেও সেই ইট মজুদ রয়েছে এখনো, এর ফলে নতুন ইট তৈরি ঝুঁকি নিচ্ছে না ভাটার মালিকেরা, তার ফলে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। জানাজায় সাধারণত নভেম্বর মাস থেকে ইট তৈরির মৌসুম শুরু হয়ে যায়, ইটভাটা মালিক সংগঠন সূত্রে খবর রাজ্য জুড়ে প্রায় ৯০ শতাংশ ভাটার ইট তৈরির উদ্যোগ নেওয়া হয়নি এখনো, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরেই প্রায় ৭০০ র বেশি রয়েছে ইটভাটা। চলতি বছরের গোড়ায় আভাস প্লাস যোজনায় জেলা প্রশাসনের নির্দেশ মেনে দুই মেদিনীপুর জেলায় প্রায় দুই লক্ষ বাড়ি তৈরির জন্য প্রায় ৬২ কোটি ইট তৈরী করেছিল ভাটা মালিকেরা, এমনই দাবি ওয়েস্ট বেঙ্গল ব্রিক ফিল্ড অনার্স অ্যাসোসিনের।


আর আবাস যোজনার বাড়ি না হওয়ায় এবছর শেষ হতে চললেও এখনো মজুদ রয়েছে ইট। আর এই ইট মজুদ থাকার কারণে ভাটা মালিকদের টাকা ও আটকে রয়েছে,তাই ভাটাই এ বছর জ্বলবে না আগুন, কর্মহীন হাজার হাজার শ্রমিক। জানাজায় এক একটি ভাটাতে কম করেও দুই থেকে তিন শত শ্রমিক বিভিন্ন কাজে যুক্ত থাকত। কর্মহীন হলো তারা। সকলেই এখন তাকিয়ে রয়েছে কবে ইট ভাটা চালু হয়।
আর এই ইটভাটা বন্ধ নিয়েই ইতিমধ্যে বিজেপি তৃণমূলের নেতারা একে অপরের উপরে দোষারোপ করতে শুরু করেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read