বিজেপির কাঁথি সংগঠনক জেলা অফিসে বিধায়ক, সহ জেলা নেতৃত্বের হাত ধরে পূনরায় তৃনমূল ছেড়ে বিজেপি’তে যোগদান করলো এক পঞ্চায়েত সদস্য। ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খাঞ্জাদাপুর পূর্ব এলাকার সদস্য জয়দেব বেরা এদিন বিজেপি’তে যোগদান করলো।
উল্লেখ্য, গত সোমবার মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই সদস্য জয়দেব বেরা ও কাকলি বেরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন।উল্লেখ্য জয়দেব খাঞ্জাদাপুর পূর্ব এলাকার পঞ্চায়েত সদস্য ও কাকলি রঘুনাথ চক এলাকার পঞ্চায়েত সদস্য। মানুষের জন্য কাজ করতে এই ধরনের যোগদান বলে জানিয়েছেন দুই পঞ্চায়েত সদস্য। ৪৮ ঘন্টা কম সময়ের মধ্যে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় অফিসে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ জেলা নেতৃত্ব হাত ধরে বিজেপি’তে যোগদান করেন জয়দেব।তাঁর দাবি তৃনমূল তাকে ভুল বুঝিয়ে এবং পুলিশের ভয় দেখিয়েছিলো।

