স্ত্রী কে পিটিয়ে গ্রেপ্তার হলো স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দীঘা মোহনা এলাকায়। অভিযোগ দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রীর কোন যোগাযোগ ছিল না। শুটকি মাছের কাজ করতো গৃহবধূ। মঙ্গলবার দীঘা মোহনায় গিয়ে জুনপুট উপকূলীয় থানার জগন্নাথপুর এর বাঁকীপুট এলাকার বাসিন্দা সূর্যকান্ত কর তার স্ত্রীকে ধরে মারধর করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পুলিশের সামনে তার স্ত্রীকে মারধর করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযোগ পেয়ে দীঘা মোহনা থানার পুলিশ সূর্যকান্ত কর কে গ্রেফতার করে। তাকে বুধবার কাঁথি মহাকুম আদালতে তোলা হয়। বিচারক তার জামিন এর আবেদন খারিজ করে জেল হাজতের নির্দেশ দেন।


Author: ekhansangbad
Post Views: ৫৫