সোয়াদিঘী খাল সংস্কারের কাজে বাধা দিলে সঙ্গে সঙ্গে এফ.আই.আর.’র নির্দেশের পরিপেক্ষিতে খালের ভেতরে থাকা অবৈধ নির্মাণকারী সহ তাদের সাগরেদরা খাল সংস্কারের কাজের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে। গতকাল দিনরাত ধরে দুটি মেশিন খাল সংস্কারের কাজ করেছে। ইতিমধ্যে ‘সোয়াদিঘী খাল সংস্কার সমিতি’র পক্ষ থেকে জেলাশাসক ও সেচ দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি দিয়ে সেচ দপ্তরের কাটিং চার্ট অনুসারে পূর্ণাঙ্গ খালটি আগামী বর্ষার পূর্বেই সংস্কারের দাবী জানানো হয়েছে। সমিতির পক্ষ থেকে খালটি সুষ্ঠুভাবে সংস্কারের লক্ষ্যে ব্লক ও গ্রাম পঞ্চায়েতভিত্তিক খাল সংস্কার সমিতির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ‘তদারকি কমিটি’ গঠনের দাবী জানানো হয়েছে।
সমিতির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক ও সম্পাদক মধুসূদন বেরা বলেন,আমরা জেলা প্রশাসনের কাছে খালের অধিগৃহীত জমি অবিলম্বে চিহ্নিতকরণ করার দাবী জানিয়েছি। সেচ দপ্তর ওই চিহ্নিতকরণের কাজ করে

