Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারপুর ও বারুইপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

প্রদীপ কুমার সিংহ :- মঙ্গলবার সকালে দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।সোনারপুর বাইপাসে চারচাকা গাড়ি দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয় ১জনের। গুরুতর আহত হয় ৩ জন। ঘটনাটি ঘটেছে সোনাপুর থানার অন্তর্গত চৌহাটি বাইপাসের কাছে। একটি চার চাকার গাড়িতে মোট ৪জন ছিল। চালক সহ বাকি ৩ জন আহত। তাদের সোনাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে
বারুইপুর থেকে গড়িয়ার দিকে আসা একটি চারচাকা গাড়ি চৌহাটির কাছে পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উলটে যায় একটি গাড়ি। এই ঘটনায় চালকের পাশে বসে থাকা যাত্রীর মৃত্যু হয়েছে। তবে বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে ভোররাতে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জন্য তদন্ত শুরু করেছে সোনারপুর থানা পুলিশ।

পাশাপাশি মঙ্গলবার সকালে বারুইপুর ইএমই বাইপাসে পাশে লায়েন্স স্কুলের কাছে এক অপরিচিত মহিলাকে গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা রাস্তায় পড়েছিল।সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসকরা ওই মহিলাকে চিকিৎসা করে। প্রায় এক ঘন্টা পর ওই মহিলার মৃত্যু হয়। তবে এই মহিলার নাম ঠিকানা কিছু জানা যায়নি। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানা পুলিশ দুর্ঘটনা স্থলে  যায় এবং তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে ওই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News