Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সু-সংহত শিশু বিকাশ কেন্দ্রের  উদ্বোধন

কাঁথি ৩ ব্লকের অন্তর্গত লাউদা গ্ৰাম পঞ্চায়েত লাউদা ১৪৩ নং সু-সংহত শিশু বিকাশ কেন্দ্রের শুভ উদ্বোধনী হল।ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন জেলা সভাধিপতি ও বিধায়ক উওম বারিক, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি   বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ   সুজাতা মাইতি,  কাঁথি ৩ পঃ সঃ জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ  হৃষিকেশ গোল, লউদা গ্রাম পঞ্চায়েত প্রধান  নন্দ দুলাল দাস, লাউদা গ্ৰাঃ পঃ এর ভূমি দাতা  অনুরাধা জানা,  লাউদা গ্ৰাম পঞ্চায়েত এর লাউদা ১৪৩ নং সু-সংহত শিশু বিকাশ কেন্দ্রের সদস্য  সৌমেন জানা ও লাউদা গ্ৰাঃ পঃ এর অন্যান্য সদস্য সদস্যা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News