Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সুপ্রিম ইন্ডাস্ট্রিজ্ লিমেটেডের উদ্যোগে রক্তদান শিবির 

সুপ্রিম ইন্ডাস্ট্রিজ্ লিমেটেডের উদ্যোগে রক্তদান শিবির  সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিগত বছর গুলোর মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করলো সুপ্রিম ইন্ডাস্ট্রিজ্ লিমিটেড। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে অবস্থিত সুপ্রিম ইন্ডাস্ট্রিজ্ লিমিটেড ক্যাম্পাসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো একটি বৃহৎ আকারের রক্তদান শিবির। রক্তদান শিবির আয়োজনে সহযোগিতা করলো কনফেডারেশন অফ্ পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ্ এবং মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি।

এদিনের শিবিরে মোট ১৪০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সুপ্রিমের দুই কর্মকর্তা উদয়ন ভাদুড়ি ও প্রসেনজিৎ লাহিড়ী,ডিসিসিআই এর পক্ষে নেতৃত্ব চন্দন রায়, অসীম কাইতি, এ ডি বর্মন, ব্লাড ডোনার্স সোসাইটি পক্ষে সম্পাদক সুশীল চ্যাটার্জী, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ও খড়্গপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News