সরস্বতী পুজা উপলক্ষে শনিবার খেজুরির নিজকসবা গ্রামে লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটির ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।এই শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৫৫ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কলকাতা ব্লাড ব্যাংক। কন্টাই সিটি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্নেহাশীষ পাহাড়ী এবং দুর্গাশঙ্কর সাহু ।
আগামী ৯ই ফেব্রুয়ারি রবিবার ওই একই স্থানে চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের জন্য ছানি নির্ণয় শিবির অনুষ্ঠিত হবে বলে কন্টাই সিটির পক্ষ থেকে জানানো হয়েছে।


Author: ekhansangbad
Post Views: ৫৬