অভিনব কৌশলে প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার প্রতারকেরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফোন করে জানানো হচ্ছে ভুলবশত ওই টাকা একাউন্টে ঢুকে গেছে তা ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানায়। অনলাইন ফেরত দিলেই তাদের কাছে চলে যাচ্ছে একাউন্টের বিস্তারিত তথ্য। তারপরেই ফাঁকা হচ্ছে একাউন্টের জমা টাকা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা ঘটলে অনলাইন টাকা ফেরত দিতে নিষেধ করা হয়েছে। নগদে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এই ধরনের ঘটনা পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক ঘটেছে।

Author: ekhansangbad
Post Views: ১২