Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সরস্বতী পূজো উপলক্ষে পুরস্কার বিতরণ, বিদায় সংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্ট

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের ধানঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠের পরিচালনায়   সরস্বতী পূজো উপলক্ষ্যে বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল।

উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান  নন্দ দুলাল মাইতি, উপ-প্রধান  স্বপন বাগ,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হাজরা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অপরদিকে কানাইদিঘি দেশপ্রান উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, কানাইদিঘী গ্রাম পঞ্চায়েত প্রধান  উমারানী ভঞ্জ গিরি,সুমিতা শীট , মাম্পি পাহাড়ী,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  দীলিপ বেরা  ও সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

পাশাপাশি মারিশদা গ্রাম পঞ্চায়েতের  বিধুবাহিরী আমরা ক”জনের ক্লাব প্যারাডাইস এর আয়োজনে সার্ববজনীন  সরস্বতী পূজো উপলক্ষ্যে দু-দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো মঙ্গলবার।  প্রতিযোগিতার উদ্বোধন করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ।উপস্থিত ছিলেন  গৌরিশঙ্কর মিশ্র,শিক্ষক  গৌতম মিশ্র,গ্রাম পঞ্চায়েত সদস্য  শঙ্কর মাইতি,অনুরাধা নায়ক, ক্লাবের সভাপতি  অমৃতলাল গিরি  সম্পাদক নরেন্দ্রনাথ সাউ ও অন্যায় ব্যক্তিবর্গ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News