ভুটভুটিতে করে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলো এক মৎস্যজীবী। এই ঘটনাকে ঘিরে মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সঙ্গীরা বলতে পারেনি কিভাবে নিখোঁজ হয়েছে শ্যামরাইবাড় জলপাই গ্রামের বাসিন্দা বুদ্ধদেব নায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ হরিপুর খটি থেকে ভুটভুটি করে বুদ্ধদেব সহ ৭ জন মৎস্যজীবী মাছ ধরতে যায়। প্রায় ১ নটিক্যাল মাইল দূরে রাত্রিতে মাছ ধরার সময় বুদ্ধদেব ছিল। জাল টানার সময় সঙ্গীরা দেখতে পায় বুদ্ধদেব নেই। পাশাপাশি সমুদ্রে খোঁজ করেও পায়নি। কিভাবে নিখোঁজ হলো তাও তারা বুঝতে পারেনি।
বুধবার সকালে হরিপুরে খবর দিলে মৎস্যজীবীরা দুটি ট্রলার নিয়ে খুঁজতে বেরিয়ে যায়। মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল জানিয়েছেন সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। কোস্টগার্ড় কে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে চার পাঁচটি ট্রলার ঠিক করা হয়েছে তাকে খুঁজতে যাওয়ার জন্য। এই ঘটনার পর পরিবারের লোকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন
