Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শুরু হলো টি-টুয়েন্টি  ডিউজ ক্রিকেট সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপ ২৫

কন্টাই সুপারষ্টার ক্লাবের পরিচালনায় কাঁথি সিএসএসএ মাঠে। এই প্রতিযোগিতায় ৮ দল অংশগ্রহণ করেছে। আজ উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই ম্যাচ রেফারি তথা বাংলার প্রাক্তন খেলোয়াড় অজয় ভার্মা, রঞ্জী খেলোয়াড় অমিত কুইলা, সিএবির ম্যাভ অবজার্ভার শান্তনু সেনগুপ্ত, সিএবির আম্পায়ার দেব রঞ্জন সেন ও প্রাক্তন খেলোয়াড় বিমান কান্তি ধর। প্রথম খেলা যে দুটি দল অংশগ্রহণ করে সিএসএসএ বনাম শেরপুর যুবগোষ্ঠী। টসে জিতে সিএসএসএ ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৪ রান করে প্রত্তুতরে শেরপুর যুবগোষ্ঠী ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে ফলে সিএসএসএ ৪ রানে জয় লাভ করে। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন সিএসএসএ টিমের রাহুল ঠাকুর।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সতীনাথ দাস অধিকারী, ছিলেন ক্লাব সদস্য মনোজ দাস, সঞ্জীব জানা, ষষ্ঠী চক্রবর্তী, ক্রীড়া সংস্থার কর্মকর্তা রামকৃষ্ণ পন্ডা, গোলক চন্দ্র বিশ্বাস।সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত।  আগামীকাল দুটি খেলা সকালে মল্লিক ব্রাদার্স বনাম সুইট ইলেভেন বিকালে কন্টাই পাইনিওয়ার ইলেভেন বনাম এগরা নেভিগেশন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News