কাঁথি ৩ পঞ্চায়েতের সমিতির অন্তর্গত কুসুমপুর গ্ৰাম পঞ্চায়েত “শিশু সুরক্ষা কমিটির”গুরুত্বপূর্ণ আলোচনা সভায় হয়। উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র শাসমল,সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের সুপারভাইজার শুভমিতা বিশ্বাস, কুসুমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পারুল রানী বর, কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে কমল মাইতি ,নীলকমল ঘোড়াই প্রধান শিক্ষক অসীম ত্রিপাঠী ও অন্যান্য ব্যক্তিবর্গ।


Author: ekhansangbad
Post Views: ৮৭