Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

“শিশু সুরক্ষা কমিটির” আলোচনা সভা

কাঁথি ৩ পঞ্চায়েতের সমিতির অন্তর্গত  কুসুমপুর গ্ৰাম পঞ্চায়েত  “শিশু সুরক্ষা কমিটির”গুরুত্বপূর্ণ আলোচনা সভায় হয়। উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি  বিমল চন্দ্র শাসমল,সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের সুপারভাইজার  শুভমিতা বিশ্বাস, কুসুমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান  পারুল রানী বর,  কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে কমল মাইতি ,নীলকমল ঘোড়াই   প্রধান শিক্ষক অসীম ত্রিপাঠী ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News